DMLC Job Circular 2020: Department of Military Lands and Cantonment (DMLC) has released a job circular on September 09, 2020. According to the current circular, they are looking for the recruitment of Office Assistant Work-Computer Typist, Surveyor Draftsman and Chainman post.
The interested job seekers may download [PDF] official circular notice from the official website (www.dmlc.gov.bd). However, you can also go through this article to know more about সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্ভেয়ার ড্রাফটসম্যান এবং চেইনম্যান বিজ্ঞপ্তি নিয়োগ ২০২০.
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর বিজ্ঞপ্তি নিয়োগ ২০২০
সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। ১৯৭০ সালের ১৫ আগস্ট ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও সেনানিবাস পরিদপ্তর প্রতিষ্ঠিত হয়।
১৯৭২ সালে পরিদপ্তরটি পূর্ণাঙ্গ অধিদপ্তরে উন্নিত হয়। সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এর আওতাধীন তিনটি সামরিক ভূ-সম্পত্তি প্রশাসকের দপ্তর-(১) কেন্দ্রীয় সার্কেল, ঢাকা (২) ইস্টার্ন সার্কেল, চট্ট্রগ্রাম (৩) নদার্ণ সার্কেল, বগুড়া রয়েছে।
DMLC Job Circular 2020
- Name of the Organization: Department of Military Lands and Cantonment (DMLC)
- Position: Office Assistant Work-Computer Typist, Surveyor Draftsman and Chainman
- Total Vacancy: 26
- Job Location (City): Bangladesh
- Salary: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
- Employment Duration: Full time
Important Dates:
- Starting Date of Application: September 24, 2020 at 10:00 AM
- Deadline of Application: October 29, 2020 at 05:00 PM
- Application Type: Online
- Submission Process: Via (Teletalk)
Eligibility:
- Education: ডিপ্লোমা ইন সার্ভে উত্তীর্ণ এবং এসএসসি পাশ।
- Age: Maximum 18-30 years as on 29.10.2020
- Experience: N/A
- Extra Knowledge: Check the Job Circular
How to Apply:
এই বিজ্ঞপ্তির অধীনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://www.dmlc.gov.bd/ এবং http://dmlc.teletalk.com.bd/ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা ২৯ অক্টোবর ২০২০ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ ONLINE এ আবেদনপত্র SUBMIT এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
ONLINE এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর ও রঙিন ছবি SCAN করে নির্ধারিত স্থানে UPLOAD করবেন। বিস্তারিত জানার জন্য অবশ্যই জব সার্কুলারটি করুন।
Department of Military Lands and Cantonment Job Circular 2020